লখনউ, ১৭ জুলাই (হি.স.): সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন ওবিসি মোর্চার ‘বড়’ নেতা দারা সিং চৌহান। সোমবার লখনউতে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন দারা সিং চৌহান। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর দারা সিং চৌহান বলেছেন, “চৌহান সমাজের সদস্যদের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা ইঙ্গিত দেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ প্রসারিত হচ্ছে। মানুষ মোদীজিকে আবারও প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।”
সমাজবাদী পার্টির বিধায়ক হিসাবে পদত্যাগ করার একদিন আগেই, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন দারা সিং চৌহান। ২০২২ সালে সমাজবাদী পার্টিতে যোগদানের আগে, তিনি বিজেপিতেই ছিলেন এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। তিনি বন, পরিবেশ ও পশুপালন মন্ত্রী ছিলেন এবং পরে পদত্যাগ করেছিলেন ও সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন।
বিজেপি নেতা ও উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “তিনি (দারা সিং চৌহান) ওবিসি মোর্চার একজন বড় নেতা। তাঁর বিজেপিতে যোগদান আমাদের উপকারে আসবে। আগামী দিনে আরও অনেকে দলে যোগ দেবেন।” বিজেপিতে যোগ দেওয়ার আগে দারা সিং বলেন, “আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনেই জিতব এবং ২০২৪ সালে মোদীজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করব।”