কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিজেপি কর্মী-সমর্থকদের ওপর আক্রমণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ দেখানো হয়।
পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের খুনিবাথান এলাকা তৃণমূলের অত্যাচারে কার্যত পুরুষশূন্য হয়ে রয়েছে বলে অভিযোগ। আতঙ্কে রয়েছেন গ্রামের মহিলারা। বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল এবং পুলিশ বেছে বেছে বিজেপির সমর্থকদের গ্রেফতার করছে।
গত দুই দিন আগে গোঘাট ১ নং ব্লকের ভাদুর পঞ্চায়েতের ২০৬ নং বুথে জয়ী বিজেপি প্রার্থী সঞ্জয় সাঁতরাকে তৃণমূল কংগ্রেসের হার্মাদরা ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করায়। সোমবার তাঁকে আশ্বস্ত করে বিজেপি পরিবারে ফিরিয়ে আনেন বিধায়ক বিমান ঘোষ।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জয় মন্ডলকে দেখতে বসিরহাট মহকুমা হাসপাতালে রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে হাওড়ার পাঁচলায় উপস্থিত হয়ে আক্রান্তদের বাড়ি বাড়ি ঘুরে সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে আহতদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ খবর নিয়ে আইনি সহায়তা সহ সার্বিক ভাবে পাশে থাকার আশ্বাস এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বসিরহাট সংগঠনিক জেলার ঘোজাডাঙ্গা বর্ডার এলাকায় আক্রান্ত বিজেপি কর্যকর্তাদের সঙ্গে দেখা করলেন রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার।
বিজেপি কর্মী বরুণ মুর্মুর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বাবনগোলা থানার নালাগোলা ফাঁড়ির সামনে উত্তর মালদা বিজেপি নেতৃত্বদের অবস্থান বিক্ষোভ। অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত সহ উত্তর মালদা বিজেপির নেতৃত্ব।