শিলচর (অসম), ১৭ জুলাই (হি.স.) : কাছাড় পুলিশের মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত। গত কয়েকদিন ধরে অভিযানে নেমে একের পর এক সাফল্য লাভ করছে টিম নোমাল মাহাতো।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে অভিযানে নামেন সদর থানায় ওসি অমৃত সিং। এর পর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে কাছাড়ের সদর পুলিশ। পাশাপাশি ঘটনায় ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার পুলিশ সুপার (এসপি) নোমাল মাহাতো জানান, সদর ওসির নেতৃত্বে অভিযানে নেমে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ লক্ষ্মীপুরের উজান তারাপুর গ্রামের জনৈক আজিজুর রহমান এবং বারাক চাউ মিয়াঁকে আটক করে পুলিশ। এর পর ধৃতদের সূত্র ধরে লক্ষ্মীপুরের মরাগাঁও এলাকার জনৈক আয়াজ উদ্দিনকে আটক করা হয়। কাছাড়ের পুলিশ সুপার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যের সঙ্গে কাছাড়েও পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিন পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।