শুরু ভারত- বাংলাদেশ একদিনের সিরিজ

ঢাকা, ১৬ জুলাই (হি.স.) : মহিলা টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতেছে ভারত। রবিবার থেকে শুরু ওয়ান ডে সিরিজ। এই দুই দলের ওডিআইতে শেষ সাক্ষাতে ১১০ রানের জিতেছিলেন হরমনপ্রীতরা। ওয়ান ডে বিশ্বকাপে এই ফরম্যাটে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। এ বার তিন ম্যাচের সিরিজ।

হরমনপ্রীতের কাছে সবচেয়ে চিন্তার পিচ। ওয়ান ডে সিরিজ প্রসঙ্গে হরমনপ্রীত কৌর বলেন, ‘আমাদের প্রত্যাশা ভালো পিচের। এখানে যতদূর এখনও অবধি জানি, ওয়ান ডে সিরিজেও একই রকম পিচ থাকছে। তবে প্রত্যাশা করছি, টি-টোয়েন্টির তুলনায় ভালো পিচ থাকবে। তবে এশিয়ান কন্ডিশনে পিচ একটু স্লো থাকতে পারে। আমাদের সবরকম পরিস্থিতিতেই রান তোলার জন্য তৈরি থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *