ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।সভা রবিবার। কার্যকরি কমিটির। রাজ্য দাবা সংস্থার। আগামীকাল সকাল ১১ টায় রাজ্য দাবা সংস্থার অফিসবাড়িতে হবে সভা। তাতে জেলায় দাবা খেলার প্রসার, জেলায় প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা, জেলা ভিত্তিক আসর করার পাশাপাশি রাজ্যে গ্র্যান্ডমাস্টার আসর করা যায় কীনা তা নিয়ে হবে আলোচনা। সভায় প্রতিটি জেলার সচিব এবং সভাপতিকে উপস্থিত থাকার জন্য রাজ্য দাবা সংস্থার সচিব দীপক সাহা অনুরোধ করেছেন।
2023-07-15