কল্যান সমিতি: ১(লালরিয়াত)
মৌচাক ক্লাব: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।। জয়ের হ্যাটট্রিক কল্যাণ সমিতির। তাও মৌচাক ক্লাবকে ন্যূনতম গোলে হারিয়ে। প্রথম ম্যাচে যে মৌচাক ক্লাব ত্রিপুরা স্পোর্টস স্কুলকে চার-এক গোলে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছিল, সেই মৌচাক ক্লাবকে আজ, শনিবার কল্যাণ সমিতি এক-শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয়ের সুবাদে দুর্দান্তভাবে জয়ের হ্যাট্রিকও করে নিয়েছে। পাশাপাশি এ পর্যন্ত বি-ডিভিশন লিগ ফুটবল এর দশ ম্যাচের শেষে কল্যাণ সমিতি ৯ পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের দশম ম্যাচে আজ কল্যাণ সমিতি ১-০ গোলের ব্যবধানে মৌচাক ক্লাব কে হারিয়েছে। খেলার শুরুতে ঠিক ২ মিনিটের মাথায় কল্যাণ সমিতির লাল রিয়াত ত্রিপুরা একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয় পরবর্তী সময়ে এমনকি প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুদলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা পরিলক্ষিত হলেও দ্বিতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। এমন কি গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে একাধিক সুযোগ পেয়েও কল্যাণ সমিতির স্ট্রাইকাররাও সফল হয়নি। শেষ পর্যন্ত লালরিয়াতের গোলেই কল্যাণ সমিতি জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। উপরন্ত খেলার প্রথমার্ধেই বিজয়ী কল্যাণ সমিতির দুজনকে খেলায় অসদাচরনের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অসীম বৈদ্য, পিন্টু চাকমা ও সত্যজিত দেব রায়। দিনের খেলা: ব্লাড মাউথ বনাম নাইন বুলেটস, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।