ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই ।। “৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরও কা নাম” স্লোগান কে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। ৭৫ কিলোমিটার দূরত্বের সাইকেল র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। ফ্ল্যাগ অফ করে তিনি এ রেলির আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দক্ষিণ জেলার জিলা
সভাধিপতি শ্রীমতী ড. কাকলী দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভীষণ দাস, বিধায়ক প্রমোদ রিয়াং, ডিএম সাজু ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে সাতটায় টায় বীরচন্দ্র থেকে র্যালি পতাকা যাত্রা শুরু করে। মোট অংশগ্রহণকারী ছিলেন ৭৫ জন। পশ্চিম জেলা থেকে ২০ জন, সিপাহীজলা থেকে ১৫ জন, গোমতী থেকে কুড়ি জন, দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে কুড়ি জন অংশগ্রহণ করে।
যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা মিহির শীলও অন্যদের উৎসাহিত করতে র্যালিতে অংশ নেন।