আগরতলা, ১৪ জুলাই(হি.স.): রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল রাতে ভাটি অভয়নগরস্থিত কাঠালঁতলী এলাকার বাসিন্দা মীরা ভৌমিকের ঘরে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে ১২ ভরি স্বর্ণাংলকার সহ নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে পালায়। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাড়ির মালিক মীরা ভৌমিক জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক ১২:৩০ টা নাগাদ রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। রাত আনুমানিক ২:৩০ টা নাগাদ ঘরে জানলার গ্রিল ভেঙে ঢুুকেছিল চোরের দোল। তখন ওই ঘরের বৃদ্ধা মীরা ভৌমিক একাই ঘুমিয়ে ছিলেন। আলমারির তালা ভাঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরের দল বলে জানিয়েছেন তিনি। আজ সকালে তিনি ঘটনাটির টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। সাথে সাথে পুলিশকে খবর পাঠিয়েছে।