BRAKING NEWS

বিধানসভায় বিরোধীদের কুরুচিকর কর্মকান্ডের প্রতিবাদে তেলিয়ামুড়ায় বিজেপির ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলের কুরুচিকর কান্ডের বিরুদ্ধে ধিক্কার  জানিয়ে মিছিল করল ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডল ৷
গত ৭জুলাই ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে বিরোধী দল অর্থাৎ সিপিআইএম,কংগ্রেস এবং তিপ্রামথা দলের বিধায়করা যেভাবে পবিত্র বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ প্রদর্শন করে,ত্রিপুরা বিধানসভা কে যেভাবে কালিমালিপ্ত করেছে এটা ত্রিপুরা রাজ্য সহ সারা দেশের জন্য নিন্দনীয়৷  এই দিনটি সারা দেশের জন্য কালো দিন৷  তাই আজ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ৬০টি মন্ডলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করার নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দেশ অনুসারে আজ অন্যান্য বিধানসভা কেন্দ্রের মন্ডলের ন্যায়,  ভারতীয় জনতা পার্টি ২৮তেলিয়ামুরা মন্ডলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ শুক্রবার বিকালে  তেলিয়ামুড়া মন্ডল প্রাঙ্গন থেকে বের হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া মন্ডলে এসে সমাপ্ত হয়৷ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ২৮তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মূখ্যসচেতক কল্যানী সাহা রায়,তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর,মন্ডল সম্পাদক নন্দন রায় এবং তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য রা৷
আজকের এই মিছিল সমন্ধে বলতে গিয়ে বিধায়িকা তথা বিধানসভার মূখ্যসচেতক কল্যানী সাহা রায় সাংবাদিক দের মুখোমুখি হয়ে, বিরোধী দল অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস এবং তিপ্রামথা দলের বিধায়কদের প্রতি তীব্র নিন্দা জানান৷ এবং তিনি দাবি করেন যে, তারা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পবিত্র বিধানসভা কে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি এই দিনটি কে ত্রিপুরার জন্য একটি কালো দিনে পরিনত করে দিয়েছে৷আজকের এই মিছিলে দলীয় কার্যকরতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *