নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.) : রাতের বেলায় যমুনার জলস্তর আরও বেড়ে যাওয়ায় দিল্লির নিচু এলাকাগুলি ছাপিয়ে শহরের ভিতরে জল ঢুকতে শুরু করেছে। বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৮.৪৬ মিটার। বর্তমানে জলের স্তর বিপদসীমার ৩ মিটার উপরে। হরিয়ানার হাতিনী কুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ায় জলস্তর বাড়ছে।যমুনার জলস্তর বৃদ্ধির কারণে যমুনা তীর মেট্রো স্টেশনে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
দিল্লি মেট্রোর তরফে টুইট করে জানানো হয়েছে, যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশনের লাইনে জল জমে থাকার কারণে পরিষেবা বন্ধ রয়েছে। আপনার ভ্রমণ পরিকল্পনা করার সময় বিকল্প রুট ব্যবহার করুন।বৃষ্টির কারণে জল জমে দিল্লির বিভিন্ন এলাকায় যানজটের সমস্যাও দেখা দিয়েছে। শাস্ত্রীপার্ক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামের মুখে পড়ছেন মানুষ। দিল্লির মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ওয়াজিরাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করবেন। বন্যার কারণে এই প্ল্যান্টটি বন্ধ হয়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, যে সমস্ত এলাকায় জল জমেছে সেখানে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হোক।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অনুরোধ করেন। যে যমুনা নদীর পাড়ে নীচু এলাকাগুলিতে যারা বসবাস করেন, তারা যেন দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে আসেন। রাজ্যের বেশ কিছু জায়গায় অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, সেখানেই সাধারণ মানুষকে আশ্রয় নিতে অনুরোধ করেন কেজরীবাল। তিনি জানান, বোট ক্লাব, মনেস্ট্রি মার্কেট, যমুনা বাজার, গীতা ঘাট, খাড্ডা কলোনি, মঞ্জু কা টিলা থেকে ওয়াজিরাবাদ, ময়ূর বিহার প্লাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের মানুষ যেন দ্রুত নিরাপদ আশ্রয় নেন। একইসঙ্গে তিনি সকলের কাছে অনুরোধ করেন, কেউ যেন বন্যার জল দেখতে না যান। কারণ যমুনা নদীর জলস্তর অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। ফলে যেকোনও সময়ে বিপত্তি ঘটতে পারে।