আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : গতকাল বুধবার গোমতি জেলার অন্তর্গত উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের কল্যাণসাগর দীঘিতে মাথার খুলি উদ্ধারের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। আজ বিধানসভায় আশ্বাস দিয়েছেন রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।
আজ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিন বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মার উত্থাপিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডা. সাহা এই আশ্বাস দিয়ে বলেছেন, পুলিশ অত্যন্ত সংবেদনতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্ৰী বলেন, ইতিমধ্যে গোমতি জেলাশাসকের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট এসেছে। তাছাড়া ইতিমধ্যে মন্দির এবং এর আশপাশে সংস্থাপিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পর্যালোচনা করা হয়েছে। তাছাড়া ঘটনার রহস্য উন্মোচনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপরন্তু ফরেনসিক বিভাগকে এর তদন্ত করতে যুক্ত করা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্ৰী আরও বলেন, কল্যাণসাগর দীঘি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হচ্ছে। ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর বিশেষজ্ঞ ডুবুরিরাও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন। এ বিষয়ে তিনি সূক্ষ্ম তদন্তের গ্যারান্টি দিয়েছেন আজ। উপরন্তু, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আগামী ৪২ দিনের জন্য কল্যাণসাগরে সাধারণ জনগণের চলাচল এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রফোসর সাহা বলেন, পুলিশ ঘটনার রহস্য উন্মোচন করতে প্রয়োজনীয় তদন্তের কোনও খামতি রাখছে না।