BRAKING NEWS

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রিভিউর ফল প্রকাশিত

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রিভিউর ফল প্রকাশিত হয়েছে৷ নিয়ম অনুসারে একজন ছাত্র বা ছাত্রী তিনটি বিষয়ে রিভিউ করতে পারেন সে অনুসারে মাধ্যমিকে ২০৪৯ জন ৪৭৬০ টি বিষয়ে রিভিউর জন্য জমা  করেছে৷ এতে শুধুমাত্র ৮১১ জনের ফল পরিবর্তন হয়েছে৷ এবং উচ্চমাধ্যমিকে ১৪২৯ জন ৩০৭৮ টি বিষয়ে রিফিউর জন্য জমা করেছে এতে ৬০৪ জনের ফল পরিবর্তিত হয়েছে৷ বেশিরভাগই নম্বর বাড়ার সংখ্যা এক অথবা দুই নম্বর৷ মাদ্রাসা ফাজিল পরীক্ষার প্রিভিউ এর জন্য জমা দিয়েছে তিনজন তাতে তিনজনেরই নম্বর বেড়েছে বলে জানা গেছে৷ যাদের পরীক্ষার ফল পরিবর্তিত হয়েছে আগামীকাল থেকে পুরনো মার্কশিট জমা নিয়ে নতুন মার্কশিট দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *