দিনহাটায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দিনহাটা, ১২ জুলাই (হি. স.) : কোচবিহারের দিনহাটার বামনহাটের পাথরশন গ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরদিন বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । বুধবার সকালে রাস্তার ধারে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বামনহাট-১ গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। পাথরশন গ্রামেও তৃণমূল জয়ী হয়েছে। স্থানীয় বাসিন্দা দিলীপচন্দ্র বর্মন বলেন, ‘এই এলাকা এতদিন শান্ত ছিল। এবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকার পরিস্থিতি অশান্ত হয়। এরপর এদিন সকালে বোমা উদ্ধার হয়। আমরা আতঙ্কে রয়েছি।’ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কৃষ্ণচন্দ্র বর্মনের দাবি, ‘অশান্তি করার জন্য বিজেপি এমনটা করেছে।’ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা অজয় রায়।