ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।।ঘোষিত হলো সেমিফাইনালের সূচী। ১৫ জুলাই হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। তাতে ব্লাড ড্রপস ক্লাব খেলবে নেতাজি সঙ্ঘের বিরুদ্ধে এবং ১৭ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে শতদল সঙ্ঘ খেলবে মতিনগর প্লে সেন্টারের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে মেলাঘর স্কুল মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। এদিকে ফাইনালে খেলার ছাড়পত্র পেতে ৪ দলই জোড় প্রস্তুতি নিচ্ছে বলে মহকুমা ক্রিকেট সংস্থা সূত্রে খবর।
2023-07-12

