মমতার গণতান্ত্রিক ভাবমূর্তি আবারও পরীক্ষার মুখে : রবিশঙ্কর প্রসাদ

কলকাতা, ১২ জুলাই (হি.স.): পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ও হানাহানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র নিন্দা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বুধবার সল্টলেকের বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “মমতাজির রাজনীতি বাম দলগুলির রাজনীতির তুলনায় কুৎসিত হয়ে উঠেছে।” মমতাকে প্রশ্ন করে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আপনার রাজনীতি কীভাবে এত নৃশংসতায় ভরপুর হয়ে গেল? আমরা একটি উত্তর চাইছি, পশ্চিমবঙ্গের প্রতিটি নির্বাচনের সময় আদালতকেই কী হস্তক্ষেপ করতে হবে।”

বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপি ক্লিন সুইপ করেছিল, অথচ রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটেনি। তাহলে পশ্চিমবঙ্গে কেন এমন হল? গতকালও ভোট গণনার সময় কেউ নিহত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তৃণমূলে যোগ দিতে বলা হচ্ছে, অন্যথায় তাদের শংসাপত্র দেওয়া হবে না। মমতাজি, আপনি বাংলার গণতন্ত্রকে লজ্জিত করছেন। মমতাজি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি মিডিয়ার মুখোমুখি হওয়ার এবং এই জয়ে আপনার আনন্দ ভাগ করে নেওয়ার অবস্থানে নেই কেন?”

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হানাহানি, হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। মৃত্যু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মীর। হিংসা এখনও থামেনি। এই পরিস্থিতিতে কলকাতায় এসেছে বিজেপির তথ্যানুসন্ধান দল। এই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। দিল্লি থেকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির তথ্যানুসন্ধান দল। তাঁরা যাবেন হিংসা কবলিত এলাকায়। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “আমি আশা করছি, মমতাজি পশ্চিমবঙ্গের হিংসা-প্রবণ এলাকা পরিদর্শন করার অনুমতি দেবেন। মমতাজি, আপনার গণতান্ত্রিক ভাবমূর্তি আবারও পরীক্ষার মুখে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *