কাছাড়ে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার ২ কোটি টাকার হেরোইন, গ্রেফতার চার

শিলচর (অসম), ১২ জুলাই (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড়ে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকার হেরোইন। হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে।

আজ বুধবার এ খবর এক বিবৃতিতে জানিয়েছেন আসাম রাইফেলস-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাবি, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ক্রুসেডের আরেক সাফল্য। গতকাল আগরতলা সেক্টর-এর আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা থেকে প্রায় ২ কোটি টাকার হেরোইনের ২৪টি সাবান কেস উদ্ধার করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত সোমবারও চার ব্যক্তিকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ওই সব চোরাকারবারি মণিপুর থেকে অসমে মাদক পাচার করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত মাদক দ্ৰব্য এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজস্ব গোয়েন্দা অধিকরণে হস্তান্তর করা হয়েছে, বিবৃতিতে যোগ করা হয়েছে।

গোল্ডেন ট্রায়াঙ্গেলের কাছাকাছি থাকায় উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার উদ্বেগের একটি প্রধান কারণ। আসাম রাইফেলস ‘উত্তরপূর্বের সেন্টিনেল’ হিসাবে যথাযথভাবে নামকরণকৃ মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মাদকই এই অঞ্চলে জঙ্গি কাৰ্যকলাপকে উৎসাহিত করছে। তাই আসাম রাইফেলস মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে, বলা হয়েছে বিবৃতিতে।