নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে প্যারিস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে আগামী ১৪ জুলাই বাস্তিল ডে প্যারেডে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের পাশাপাশি তিনি যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতেও। ১৫ জুলাই আবু ধাবিতে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।
বুধবার সরকারিভাবে জানানো হয়েছে, ১৩-১৫ জুলাই ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর আমন্ত্রণে ১৪ জুলাই বাস্তিল ডে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী। বাস্তিল ডে প্যারেডে ভারতের তিন-বাহিনী কুচকাওয়াজে অংশ নেবেন। এরপর ১৫ জুলাই আবু ধাবিতে যাবেন প্রধানমন্ত্রী মোদী।