বেঙ্গালুরু, ১২ জুলাই (হি.স.): জৈন সন্ন্যাসীকে খুনের ঘটনায় কর্ণাটক সরকারের তদন্তে খুশি নয় কন্নড় বিজেপি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে তাঁরা অনড়। কর্ণাটকের বেলাগাভিতে জৈন সন্ন্যাসীকে খুনের প্রতিবাদে বুধবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। কর্ণাটকের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন সকলে।
কর্ণাটকের বিজেপি বিধায়ক আর অশোকা বলেছেন, “কর্নাটকের আইনশৃঙ্খলার অবস্থা এখন খুবই খারাপ – সর্বত্রই খুন হচ্ছে। জৈন সন্ন্যাসী হত্যার এক সপ্তাহ পরেও সরকার কোনও ব্যবস্থা নেয়নি। আমাদের সেই সম্প্রদায়কে একটি বার্তা দিতে হবে, গোটা ভারতে জৈন সম্প্রদায়ের মানুষ আছেন। তাঁরা সুরক্ষা চাইছেন, যখনই কর্ণাটকে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, খুন ও গুন্ডামি শুরু হয়…আমরা কর্ণাটকের রাজ্যপালকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিতে। এটাই আমাদের দাবি, আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করব। “