ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।।দেশের রাজধানীতে পৌঁছলো দাবাড়ু আরাধ্যা দাস। আগামীকাল সকালের উজবেকিস্তানের বিমানে চড়বে। উজবেকিস্তানের তাসকন্দে অনুষ্ঠিত হবে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা। ১৩-২১ জুলাই হবে আসর। দেশের জার্সি গায়ে জড়িয়েই আসরে খেলবে মেট্রিক্স চেস আকাদেমির গর্ব দাবাড়ু আরাধ্যা দাস। বুধবার রাজ্য ছাড়ার আগে আরাধ্যা বলে,”দেশের সম্মান রক্ষা করতে নিজের সর্বশ্র উজার করে দেবো। এতেদিন যা শিখেছি ৬৪ ঘরের লড়াইয়ে তা প্রয়োগ করবো। চেষ্টা করবো সাফল্য পেয়ে দেশে ফিরতে। এরজন্য রাজ্যবাসীর আশির্বাদ কামনা করি”। আরাধ্যার সঙ্গে গেছেন ওর বাবা অনুজ কুমার দাস।
2023-07-12