কলকাতা, ১২ জুলাই (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক হানাহানি, হিংসা, রক্তপাতের সাক্ষী থেকেছে গোটা পশ্চিমবঙ্গ। মৃত্যু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মীর। হিংসা এখনও থামেনি। এই পরিস্থিতিতে কলকাতায় এল বিজেপির তথ্যানুসন্ধান দল। এই দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
দিল্লি থেকে বুধবারই কলকাতায় এসে পৌঁছেছে বিজেপির তথ্যানুসন্ধান দল। তাঁরা যাবেন হিংসা কবলিত এলাকায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আমরা হিংসা-কবলিত এলাকা পরিদর্শন করব এবং আক্রান্তদের সঙ্গে দেখা করব। তার পরে আমরা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে আমাদের রিপোর্ট জমা দেব।”

