নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধিকে অবৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। যদিও, শীর্ষ আদালত জানিয়েছে, চলতি বছরের ৩১ জুলাই অবধি শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন তিনি। তাঁর বাহিনীর দাপটে বিরোধী শিবির এখন তটস্থ। ইডি-র অধিকর্তা পদে সম্প্রতি মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
এই মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে, প্রবর্তন নির্দেশালয় (ইডি)-এর ডিরেক্টর পদে সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বৃদ্ধি অবৈধ। তবে, চলতি বছরের ৩১ জুলাই অবধি শীর্ষ পদে থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি পেল বিরোধী শিবির।