প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে জনসর্ম্পক অভিযান কর্মসূচি

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে রিপোর্ট কার্ড হাতে নিয়ে মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বর স্থিত ১২-নম্বর বুথে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে ত্রিপুরায় একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের রিপোর্ট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সমস্ত নেতা, মন্ত্রী, সাংসদরা। এরই অঙ্গ হিসেবে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলেশ্বর স্থিত ১২-নম্বর বুথে জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের প্রত্যেক মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন তাতে জনগণ সন্তুষ্ট হয়েছেন।

সাথে তিনি যোগ করেন, মানুষের সাথে জনসর্ম্পক অভিযানের পর বুঝতে পেরেছি জনসাধারণ চাইছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সকল অংশের মানুষ তাঁর নেতৃত্বে সরকারকে সমর্থন করেন। কারণ প্রধানমন্ত্রীর মোদীর জন্যই ত্রিপুরায় উন্নয়ন হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি ত্রিপুরার জনগণে কাছে আবেদন জানিয়েছেন, ভোট দিয়ে মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *