ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। ম্যাচ কমিশনার নিযুক্ত করা হয়েছে। বি-ডিভিশন লীগ ফুটবলকে সুনিপুণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। লীগ ফুটবলের মাঝ পথে হলেও সময়োপযোগী সিদ্ধান্ত এবং তা তাৎক্ষণিক কার্যকরী করার ভূমিকাও নিয়েছে। চলতি বি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে প্রাক্তন রেফারি চন্দন ধরকে ম্যাচ কমিশনারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে তিনি পুরো অবৈতনিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের লীগ কমিটির সচিব তপন সাহা এক বিবৃতিতে ম্যাচ কমিশনার নিযুক্তির খবর জানিয়েছেন।
2023-07-11