ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। রাজ্যের মহিলা ক্রিকেটারদের এবার রাজ্যের বাইরে ফিটনেস কাম স্কিল ক্যাম্পের পাশাপাশি এক্সপোজার ট্রিপে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৬ জন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটারকে বাছাইকৃত করা হয়েছে। শিবিরে ডাক পাওয়া মহিলা ক্রিকেটাররা হলেন সদরের অস্মিতা দেবনাথ, বিজয়া ঘোষ, গিয়া মন্ডল, স্নিধা সরকার, অভিধা বর্ধন, সায়ন্তিকা নমঃ দাস, দেবশ্রীতা চৌধুরী, স্নেহা দেবনাথ; বিশালগড়ের অস্মিতা দাস, পায়েল নমঃ; মোহনপুরের পারমিতা চক্রবর্তী, রুপালি দাস, প্রিয়া সরকার, তানিয়া দেব, ভূমিকা নায়েক; খোয়াইয়ের মিনতি বিশ্বাস; শান্তির বাজারের রিফু দেববর্মা, অঙ্কিতা পাটারী, রশ্মী নোয়াতিয়া, অন্তরানি নোয়াতিয়া; লংতরাই ভ্যালির তনুশ্রী সরকার; ধর্মনগরের অর্পিতা দেবনাথ, পৌলমী পাল; কৈলাসহরের স্নিগ্ধা দাস; উদয়পুরের এঞ্জেল পাল; তেলিয়ামুড়ার অস্মিতা দাস। টিম অফিসিয়াল রিতা দেববর্মা, কোচ কিশোর মুহুরী ও সন্দীপ ব্যানার্জি, ফিজিও মিষ্টি দেব, ট্রেইনার সুখেন্দু দে। নির্বাচিত খেলোয়াড় এবং সাপোর্ট পারসোনালদের ১৪ জুলাই, শুক্রবার দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করতে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন।
2023-07-11