সারাদেশে মহিলা দাবাড়ুর তালিকায় ২৯তম স্থানে ত্রিপুরার আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।।দুর্দান্ত পারফরম্যান্স করলো বিষ্ময় বালিকা আর্শিয়া দাস (‌১৬২২)‌। ৪৯ তম জাতীয় সিনিয়র মহিলা দাবা প্রতিযোগিতায়। গুজরাটে ১১ রান্ডের ওই আসর শেষ হলো সোমবার। তাতে ৫ টি ম্যাচে জয়, ৪ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ২ টি ম্যাচে পরাজিত হয়ে ভোকলসে পিছিয়ে ২৯ তম স্থান পেলো ত্রিপুরার গর্ব ওই দাবাড়ুটি। পাশাপাশি ৭৬ রেটিং ও বাড়ালো হোলিক্রশ স্কুলের ওই ছাত্রীটি। আসরে ৯ পয়েন্ট পেয়ে পাঞ্জাবের ইন্টারন্যাশনাল মাস্টার দাবাড়ু পদ্মনী রাউত (‌২৩৫৩) চ্যাম্পিয়ন, ডব্লিউ জি এম গোমস ম্যারি আন (‌২৩১৫) দ্বিতীয় এবং ডব্লিউ আই এম অর্পিতা মুখার্জি (‌২১৬০)‌ তৃতীয় স্থান দখল করেন।‌‌ আসর থেকে ৭৬ রেটিং বাড়ালো পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি।‌ আসরে অংশ নিয়েছিলেন ১৫৩ জন দাবাড়ু।‌