কলকাতা, ১০ জুলাই (হি. স.) :` “এই সরকারের থাকার কোনো এক্তিয়ার নেই।” সোমবার কলকাতায় প্রাতঃভ্রমণের সময় নানা মন্তব্যর মধ্যে রাজ্য সরকার সম্বন্ধে এই মন্তব্য করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একথা বলেন।
রাজ্যপালের দিল্লী যাত্রার সঙ্গে ৩৫৬ বা ৩৫৫ এর কোনও সম্পর্ক আছে? ৩৫৬ এতো সোজা না। বলছে তৃণমূল। এই প্রশ্ন করলে দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “ভয় পাচ্ছে তৃণমূল। ওদের হাতের বাইরে চলে গেছে। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে মুক্তি চাইছে। গোটা দেশ গোটা বিশ্ব সেদিন দেখেছে, কী হয়েছে। এরপর এই সরকারের থাকার কোনও এক্তিয়ার নেই। প্রয়োজনও নেই। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ভাবে এসেছে, যাওয়াও সেভাবেই উচিৎ। কিন্তু ততদিন এরা থাকলে বাংলার সর্বনাশ হয়ে যাবে।
রাজ্যপাল দিল্লী গেছেন খোলা বাতাস নিতে? এই প্রশ্নের জবাবে বলেন, “রাজনৈতিক দূষণ হয়েছে সেদিন। তার থেকে সবাই মুক্তি চাইছে। রাজ্যের মানুষও চাইছে। রাজ্যপালও চাইছে। রাজ্যপাল তো দিল্লি চলে গেলেন। রাজ্যের মানুষ কোথায় যাবে?“