ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।।টানা ৩ ম্যাচে জয়। সুপার ফোরে। টানা ম্যাচে জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেলো নেতাজি সঙ্ঘ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে সোমবার নেতাজি সঙ্ঘ ১০ রানে পরাজিত করে শতদল সঙ্ঘকে। নেতাজি সঙ্ঘের গড়া ২১৫ রানের জবাবে শতদল সঙ্ঘ ২০৫ রান করতে সক্ষম হয়। বিজীত দলের বচ্চন দাস ৯৫ রান করেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান করে। দলের পক্ষে দেবরাজ দে ২৪ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, উত্তম দে ২১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, দলনায়ক রাজীব সাহা ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, ইন্দ্রজিৎ নোয়াতিয়া ৭৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। শতদল সঙ্ঘের পক্ষে অমরেশ দাস ২১ রানে ৩ টি এবং মাদিহাচান মজুমদার ২৫ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বচ্চন দাসের দুরন্ত ব্যাটিং সত্বেও শতদল সঙ্ঘের ইনিংস থেমে যায় ২০৫ রানে। দলের পক্ষে বচ্চন দাস ৯৭ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৫, অমরেশ দাস ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, প্রণব দাস ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং প্রীতম বর্মন ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। নেতাজি সঙ্ঘের পক্ষে রাজদ্বীপ সাহা ৩৯ রানে ৩ টি, অরিন্দম বর্মন ৮০ রানে ৩ টি এবং দেবরাজ দে ১৪ রানে ২ টি উইকেট পেয়েছেন।
2023-07-10