এমবিবি-তে দুদিনের প্রশিক্ষণ শিবিরে রিপোর্ট ৫৮ জনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই।।রিপোর্ট করলো ৫৮ জন ক্রিকেটার। একমাত্র  শুভজিৎ ভৌমিক রিপোর্ট করেনি সোমবার। আজ থেকে শুরু হবে দুদিনের প্রশিক্ষণ শিবির। বৃষ্টির জন্য এম বি বি মাঠে ভিজে থাকায় ক্রিকেটারদের অনুশীলন হবে ইন্ডোর হলেই। ওই খানেই ব্যাটে-‌বলের প্রাথমিক অনুশীলন করানো হবে। অনূর্ধ্ব-‌১৬ বিভাগে। সদর অনূর্ধ্ব-‌১৫ এবং রাজ্য অনূর্ধ্ব-‌১৫ আসর থেকে বাছাই করা হয়েছিলো ৪৮ জন প্রতিভাবান ক্রিকেটারকে। এছাড়া ওই শিবিরে বাছাই করা হয়েছে আরও ১১ জন ক্রিকেটারকে। মোট ৫৯ জন ক্রিকেটারের সোমবার রিপোর্ট করার কথা ছিলো। আজ সকাল থেকে শুরু হবে শিবির।সদর এবং রাজ্য অনূর্ধ্ব-‌১৫ আসর থেকে বাছাই করা ক্রিকেটাররা হল:‌নজরুল ইসলাম শুভ, অতনু রায়, মিমন দাস, শঙ্খনীল সেনগুপ্ত, রাহুল বর্মন,অঙ্কুর রায় ভৌমিক, নয়ন মিঁয়া,আদিত্য দে, ইমন পাল, ঋদ্ধিমান দাস, সূর্য দাস, নবজিৎ কর,অমিত সরকার,শুভ্রজিৎ শর্মা,অংশুমান নন্দী, নীতিশ কুমার সাহানি, অর্কজিৎ সাহা, আকাশ সরকার,অয়ন রায়,অঙ্কিত দাস,সুজিত ঋষি দাস, অভ্রজিৎ দাস, জশুয়া রিয়াং, রাইহান আহমেদ আরমান, সুরজ দাস, জয় চক্রবর্তী, আকাশ দাস, অতল মজুমদার,উজ্জয়ন বর্মন,মহ:‌ মাহিন চৌধুরি,স্নেহাশিষ পাল, সাহিন জামান চৌধুরি, অঙ্গত শীল, ছুটন মিঁযা,সৌম্রাংশু পাল,অনিকেত রায়, অনুরাগ দাস, অভয় চক্রবর্তী, সুপ্রতীম দেবনাথ, আবু বক্কর ছিদ্দিক,অমন দেবনাথ,রাহুল দেবনাথ,যথার্থ সিনহা, সুরজিৎ দেববর্মা, সুরজ সোম, অর্ঘদ্বীপ চৌধুরি, আফতাব চৌধুরি এবং ঝুটন মালাকার। এছাড়া অনূর্ধ্ব-‌১৬ আসরের শিবিরের জন্য মনোনিত ক্রিকেটাররা হলো:‌ রাইহাদ হুসেন, সোমরাজ দে, দেবজ্যোতি পাল,সুব্রত চক্রবর্তী, ইশ্বরজিৎ নাগ,দ্বীপ দেব, আকাশ সরকার,ময়ুখ চক্রবর্তী, পিনাক দেব এবং অনিক দাস। হেড কোচ: রাজর্ষি চৌধুরি,কোচ:‌ পল্লব দাশগুপ্ত, সুবল চৌধুরি, বিশ্বজিৎ দে,  ফিজিও:‌ রাজেসকুমাপ মোদক,সোহাগ চন্দ্র সাহা, ট্রেণার:‌ অচিন্ত চক্রবর্তী এবং উত্তম দে।‌