৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদান

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : সমাজের শোষিত, বঞ্চিত মানুষদের প্রথম সারিতে আনার জন্য সরকার সংকল্পবদ্ধ। আজ আগরতলায় নরসিংগরস্থিত সিআরসি এসআরই প্রাঙ্গনে সামাজিক অধিকারিতা শিবিরে অংশগ্রহণ করে একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের পক্ষ থেকে ৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদান করা হয়েছে। সহজ-সরল জীবনযাপনে এবং আর্থিক উপার্জন করার লক্ষ্যেই তাঁদের ওই সাইকেল প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, এই শিবিরে এনইএলডি কলকাতা এবং এএলইএমসিও–র সহযোগীতায় ৯৪ জন দিব্যাঙ্গদের বিনামূল্যে মোটোরাইড ট্রাই-সাইকেল প্রদানে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তাঁর কথায়, সবকা সাথ, সবকা বিকাশ এবং সমাজের সবচেয়ে বেশী শোষিত, বঞ্চিত মানুষদের সমাজের প্রথম সারিতে দাঁড় করানোর প্রধানমন্ত্রীর সংকল্পের অঙ্গ হিসেবে এই শিবির অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি এদিন তিনি ত্রিপুরার অন্যান্য দিব্যাঙ্গ ভাই-বোনদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য নাম লিপিবদ্ধ করতে অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *