জৈন সন্ন্যাসীকে হত্যাকে ঘিরে উত্তাল কন্নড় রাজনীতি, প্রহ্লাদ বললেন এটা অত্যন্ত নিন্দনীয়

বেঙ্গালুরু, ১০ জুলাই (হি.স.): জৈন সন্ন্যাসীকে হত্যাকে ঘিরে উত্তাল হয়ে উঠল কন্নড় রাজনীতি। কর্ণাটক সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। আবার কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন, জৈন সম্প্রদায় রাজ্য সরকারের তদন্তে সন্তুষ্ট। প্রসঙ্গত, অর্থ সংক্রান্ত বিরোধের কারণে দিগম্বর জৈন সন্ন্যাসীকে খুন করা হয়েছে কর্ণাটকে। এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বেলাগাভির নিখোঁজ সন্ন্যাসীর অনুসন্ধান শেষ হয় গত শনিবার, ওই দিন রায়বাগ তালুকের কটকাবাভিতে একটি মাঠে সন্ন্যাসীর দেহাংশ উদ্ধার হয়।

এই হত্যার ঘটনায় সোমবার হাম্পিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “এই হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তের নামও প্রাথমিকভাবে প্রকাশ করা হচ্ছিল না। তিনি (মৃত সন্ন্যাসী) কিছু আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় লোকজনকে বিবৃতি দিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। মানুষ সন্দেহ করছে খুনিদের রক্ষা করা হচ্ছে। আমি মনে করি এটিই তোষণের রাজনীতি। চাপের মুখে সক্রিয় হয়ে ওঠে কর্ণাটক সরকার। এটা ভুল… খুনিদের কঠোরতম শাস্তি দেওয়া উচিত।”

কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন, জৈন সম্প্রদায় রাজ্য সরকারের তদন্তে সন্তুষ্ট। তাঁর কথায়, “স্বরাষ্ট্র দফতর যথেষ্ট সক্ষম, কাউকে রেহাই দেওয়া হবে না। বিজেপি যা খুশি দাবি করতে পারে। তদন্ত রিপোর্ট আসতে দিন, জৈন সম্প্রদায় সরকারের পাশে আছে, তাঁরা জানেন সরকারের কোনও বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ছিল না এবং এটি একটি সম্প্রদায়গত সমস্যার পরিবর্তে ব্যক্তিগত দ্বন্দ্ব বলে মনে হচ্ছে। যেহেতু বিজেপির কাছে কোনও ইস্যু নেই, তা এই বিষয়টিকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরতে চাইছে।”

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, “অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। বৈষম্যের প্রশ্নই আসে না। হুবলিতে জৈন সন্ন্যাসীরা উপবাস করছিলেন, আমি গতকাল তাঁদের সাথে কথা বলেছিলাম। সিবিআই তদন্তের দাবি শুনে আমরা তাঁদের আশ্বাস দিতে এসেছি। আমাদের পুলিশ বিভাগ দক্ষ। সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দরকার নেই। আমাদের বিভাগের তদন্ত শেষ হলে সত্যতা জানা যাবে। অভিযোগ করা ঠিক নয়। আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কোনও চাপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *