রাস্তা না হলে ভোট নয়, মালদা ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভ ভোটারদের

মালদা, ১০ জুলাই (হি. স.) : রাস্তা না হলে ভোট নয়। এই দাবিতে সোমবার ভোটগ্রহণ কেন্দ্রে বিক্ষোভে শামিল হলেন মালদার রানিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নম্বর দোগাছি বুথের ভোটাররা।

আজ পুনর্নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটকর্মী, পুলিশ পৌঁছোলেও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয় তাঁদের। ফলে ২৪৪ নম্বর বুথে এখনও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এদিন পুনর্নির্বাচনের জন্য নির্ধারিত সময়ে ভোটকর্মীরা সেখানে পৌঁছান। উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কিন্তু সকাল থেকে বুথে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রশাসনিক আধিকারিকরা বোঝালেও নিজেদের সিদ্ধান্তে অটল তাঁরা। ফলে এখনও পর্যন্ত ওই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। বিক্ষোভ এখনও চলছে।