বরপেটা জেলায় এক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্ৰেফতার দুই

বরপেটা (অসম), ১০ জুলাই (হি.স.) : বরপেটা জেলায় এক কোটি টাকার ব্রাউন সুগার জব্দ করেছে পুলিশ। মাদকদ্রব্য কারবারে জড়িত অভিযোগে আফাজ আলি ও রমেশচন্দ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। আফাজ আলি হাউলি এবং রমেশ বিশ্বাস গাড়েমারি পথারের বাসিন্দা।

বরপেটা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ড. প্রদীপ শইকিয়া জানিয়েছেন, নিৰ্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার বরপেটা জেলা পুলিশ আফাজ আলি ও রমেশচন্দ্র বিশ্বাসের হেফাজত থেকে প্রায় ১ কোটি টাকার ৯৩৯.৮৮ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ২,৮৬,৭০০ নগদ টাকা। তিনি আরও জানান, ব্রাউন সুগারগুলি ২৩টি সাবানের বাক্সে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।

পুলিশের কর্মকর্তা জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাঁদের অভিযান তীব্রগতিতে চলছে। সে অনুযায়ী আজ হাউলি পুলিশের সহযোগিতায় বরপেটা জেলা পুলিশ মাদক কারবারিদের বমাল ধরতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *