মণিপুরের তিন জেলায় ফের গুলি, অগ্নিসংযোগ, আহত রাজ্য পুলিশের এক নিরাপত্তা কর্মী

ইমফল, ৮ জুলাই (হি.স.) : মণিপুরের তিন জেলায় ফের গুলি ও অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত হয়েছে। বিষ্ণুপুর জেলার অন্তর্গত কাংভাই এলাকায় ফের চলেছে গুলি। এছাড়া ইমফলের কাংলা দুর্গের কাছে বিশাল দুর্বৃত্তের দল পুড়িয়ে দিয়েছে দুটি গাড়ি। সোংডো এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন রাজ্য পুলিশের এক নিরাপত্তা কর্মী।

আজ ভোররাত প্রায় পৌনে একটায় ইমফল পশ্চিমের প্যালেস কম্পাউন্ডে প্রায় শতাধিক জনতার এক দল জড়ো হলে সেনাবাহিনী এবং রেপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা শূন্যে গুলি চালিয়ে ছত্রভঙ্গ করেছেন।

এছাড়া গতকাল শুক্রবার রাতে আরও দুই জেলায় সংগঠিত হয়েছে গোলাগুলি এবং অগ্নিসংযোগের ঘটনা। গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বিষ্ণুপুর জেলার অন্তর্গত কাংভাই-আওয়াং লেখাই এলাকায় লাগাতার গুলিবর্ষণ সংগঠিত করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় সেনা এবং আসাম রাইফেলস ছাড়াও অতিরিক্তভাবে বিএসএফ মোতায়েন করা হয়েছিল। সোংডো এলাকায় যৌথ বাহিনীকে লক্ষ্য করে দুর্বৃত্ত দলের গুলিবর্ষণে মণিপুর পুলিশের একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।এদিকে, কাংকোপকি জেলার লাইকোট এলাকায়ও গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সূত্ৰের খবর।

অন্যদিকে, মণিপুরের রাজধানী ইমফলের ঐতিহাসিক কাংলা ফোর্টের কাছে প্রায় ২০০ জনের একটি দল রাস্তায় জমায়েত হয়ে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, উন্মত্ত জনতা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *