কলকাতা, ৮ জুলাই (হি.স.): গতকাল বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন, ৫১তম জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ ঘোষণা কিছু ঘোষনা করবেন। প্রাক্তন অধিনায়ক আজ জন্মদিনে কী চমক দিতে চলেছেন, তা জানার আগ্রহ ছিল অনুরাগীরাদের। অবশেষে এল সেই ঘোষণা। এবার এক নতুন ভূমিকায় নেমে পড়লেন সৌরভ।
কী সেই নতুন ভূমিকা? এই বিশেষ দিনে তিনি নিজের একটা অ্যাপ লঞ্চ করার কথা জানিয়েছেন। এটি শিক্ষামূলক অ্যাপ। যেখানে শিক্ষকের ভূমিকায় থাকবেন সৌরভ। নিজের এত বছরের অভিজ্ঞতা উজাড় করে দেবেন তিনি। এই অ্যাপ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে সমাজের অবহেলিতের জন্য।