কারবি আংলং জেলায় ডেঙ্গু-আক্রান্ত মহিলার মৃত্যু

ডিফু (অসম), ৮ জুলাই (হি.স.) : কারবি আংলং জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গত দুমাস থেকে ডিফু শহরে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কারবি আংলং জেলায় ডেঙ্গু সংহারী রূপ ধারণ করেছে।

ডিফু শহরের সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব পার্শ্ববর্তী অঞ্চল ধনশিরি, মাঞ্জা, লংটিন অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালে রহিলা তেরানপি নামের এক মহিলার মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে জ্বরে আক্রান্ত ৭৯৬ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষা করার পর ২২১ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। ডেঙ্গুর প্রকোপ রোধ করার জন্য গুয়াহাটি থেকে তিনজনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের দল ডিফু এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানান ডিফু মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এসজে ডেকা।

উল্লেখ্য, গত বছর এ ভাবে কারবি পাহাড়ের ডিফু সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ডেঙ্গু ভয়ানক আকার ধারণ করেছিল। এ বছরও একইভাবে ডেঙ্গু-আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে ডিফু সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে।