কালিয়াচক, ৮ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোট চলাকালীন মালদার কালিয়াচকের নওদায় ৭৮ নম্বর বুথে গুলিবিদ্ধ হলেন এক কংগ্রেস কর্মী। জখম কর্মীর নাম রাহুল শেখ। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সকালে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় তৃণমূল নেতা বকুল শেখের ভাইরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন ভোট শুরু হতেই শাসকদলের বিরুদ্ধে ব্যালট বাক্স লুটের অভিযোগ ওঠে কালিয়াচকে। এরই প্রতিবাদে সকালে কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা।যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

