মাইবাঙে উদ্ধার ড্রাগস, গ্রেফতার দুই

হাফলং (অসম), ৫ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের তীব্ৰ অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাচারকারী সহ ড্রাগস উদ্ধার করতে সক্ষম হচ্ছে। মঙ্গলবার বিকেলে ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমায় অভিযান চালিয়ে ড্রাগস সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার মাইবাঙের জনৈক পুলিশ আধিকারিক এ খবর দিয়ে জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল বিকালে লংকা থেকে মাইবাঙের দিকে আগত এএস ০৮ সি ২২২৬ নম্বরের একটি বাস আসছিল। ২৭ নম্বর জাতীয় সড়কের মাইবাং জিরো পয়েন্টে পুলিশ ওই বাসের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে বমাল উইলসন কেম্প্রাই (২১) ও রাহুল থাওসেন (২০) নামের দুই ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছে।

পুলিশের আধিকারিকটি জানান, ধৃত দুই যুবকের বাড়ি মাইবাং শহরে। ওই দুই যুবকের কাছ থেকে পুলিশ ৭.৬০ গ্রাম হেরোইন, সিরিঞ্জ ও ম্যাটেল স্মোকিং পাইপ উদ্ধার করেছে। ধৃত দুই যুবককে আজ বুধবার হাফলঙে বিচারবিভাগীয় আদালতে হাজির করা হলে আদালত এদের জেল হাজতে পাঠিয়েছে।