নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : গুলি চলল দিল্লির তিস হাজারি আদালত চত্বরে। বুধবার দুপুরে তিস হাজারি আদালত চত্বরে গুলির শব্দ শোনা যায়। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, আইনজীবীদের মধ্যে কোনও বিষয়ে তর্ক-বিতর্কের সময় গুলি চলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কেউ গুলি চালিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কে কে মানন। তিনি বলেছেন, “এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রের লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও আইনজীবী অথবা অন্য কেউ আদালতের ভেতরে বা আশেপাশে এভাবে ব্যবহার করতে পারবেন না।”