ত্রিপুরা : জলে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৪ জুলাই (হি. স.) : বিধাতার নিষ্ঠুর পরিহাসে চারিদিকে শুধুই আর্তনাদ। সাতসকালে দুই ফুটফুটে শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমা। ওই মহকুমার অন্তর্গত মঙ্গলজয় পাড়ায় খেলার সময় সকলের চোখের আড়ালে পুকুরে পড়ে যায় এলিসা রূপিণী(৪ বছর ৭ মাস) এবং এমি দেববর্মা(৪)। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃত শিশুদের বুকে আগলে নিয়ে বাবা-মার আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলজয় পাড়া এলাকার বাসিন্দা বিকাশ রূপিনীর কন্যা এলিসা রূপিণী এবং দ্বারকা দেববর্মার কন্যা এমি দেববর্মার আজ জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশের কথায়, আজ সকালে বাড়ির পাশেই একসাথে খেলা করছিল দুই শিশু কন্যা। তাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সকলের চোখের আড়ালে খেলতে গিয়ে দুই শিশু পুকুরে পড়ে যায়। বাড়ির মানুষ টের পেয়ে পুকুর থেকে দুই শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার চিকিৎসকরা দুইজনকেই মৃত বলে ঘোষণা দিয়েছেন। ফুটফুটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মঙ্গলজয় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *