মুম্বই, ৪ জুলাই (হি.স.) : হঠাৎই দুর্ঘটনার শিকার কিং খান । শ্যুটিং চলাকালীন গুরুতর আহত বলিউড বাদশা শাহরুখ খান । লস অ্যাঞ্জেলসে শ্যুটিং চলাকালীন আহত হন তিনি । মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিনেতা ।গত কয়েকদিন ধরেই মার্কিন মুলুকে নিজের আগামী ছবির শ্যুটিং সারছেন শাহরুখ খান । শ্যুটিং করতে গিয়েই এদিন নাকে গুরুতর চোট পান তিনি । এরপরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাকে অস্ত্রোপচার হয় তাঁর । আপাতত ভারতে ফিরে এসেছেন কিং খান ।
এসআরকে লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শ্যুটিং করছিলেন এবং তখনই নাকে আঘাত পান । নাক থেকে তাঁর গলগল করে রক্ত পড়তে থাকে এবং তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তরফে জানানো হয় দুশ্চিন্তার কোনও কারণ নেই এবং রক্তপাত বন্ধ করতে ছোট অস্ত্রোপচারের প্রয়োজন আছে । অপারেশনের পর কিং খানকে নাকে ব্যান্ডেজ বেঁধে দেখা যায় । তবে আপাতত দেশে ফিরে সুস্থ আছেন অভিনেতা ।

