নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার গভীর রাতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুষ্কর সিং ধামি। কানওয়ার যাত্রা-সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানওয়ার যাত্রা সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে অবগত করেছেন পুষ্কর ধামি, এছাড়াও জোশীমঠে পুনর্বাসনের কাজ সম্পর্কেও অবহিত করেছেন তিনি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ড (অভিন্ন দেওয়ানি বিধি) ইউসিসি ড্রাফটিং কমিটির চেয়ারপার্সন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সোমবার গভীর রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড দেশের অভিন্ন দেওয়ানি বিধি-র টেমপ্লেট হয়ে উঠতে চলেছে।