ক্রীড়া প্রতিনিধি , আগরতলা, ৩ জুলাই।।পেনচাক সাইলট ত্রিপুরা টিম সিলেকশন ট্রায়াল ও ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
ত্রিপুরা রাজ্যের সমস্ত সিনিয়র মার্শাল আর্ট খেলোয়াড় ১৭ থেকে ৪৫ বছর বয়সের ছেলে ও মেয়েদের জন্য সুবর্ন সুযোগ ৩৭ তম জাতীয় ওলিম্পিক গেমসে অংশগ্রহণ করার। আগস্ট মাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত মহারাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনিয়র পেনচাক সাইলট মার্শাল আর্ট প্রতিযোগিতা এবং সিলেকশন ট্রায়াল ৩৭ তম ন্যাশনাল ওলিম্পিক গেমসের যা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে গোয়াতে। এর জন্য ত্রিপুরা পেনচাক সাইলট এসোসিয়েশন এক নির্বাচনী শিবির ও ট্রেনিং কেম্পের আয়োজন করতে যাচ্ছে আগরতলার যোগেন্দ্রনগরে সেল্ফ ডিফেন্স ট্রেইনিং সেন্টারের ইন্ডোর হল রুমে। জুলাই মাসের ৯ তারিখ সময় সকাল ১১ টা থেকে শুরু ২ টায় শেষ। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক ত্রিপুরা পেনচাক সাইলট এসোসিয়েশনের সেক্রেটারি উত্তম আচার্য্যের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।