ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।গঠিত হলো উত্তর জেলা খো খো কমিটি। রবিবার। মহকুমার রাজবাড়ি নবযোগ সঙ্ঘে এদিন জেলার কমিটি গঠনের জন্য হয় সভা। সঙ্ঘের সিনিয়র সদস্য ইন্দ্রজিৎ পাল-এর সভাপতিত্বে। সভায় ধর্মনগরের পাশাপাশি কৈলাসহর এবং কাঞ্চনপুর মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন। শেষে ১৯ সদস্যের জেলার কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি কাজল দাস, সহ সভাপতি সুপ্রিয় সিনহা, মালতি মল্লিক, শঙ্কর বসু, সচিব জয়ন্ত পাল, যুগ্ম সচিব রসময় খিসা, পিযুষ নাথ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রূপম পাল। কমিটি গঠনর পরই জেলার ওই ইভেন্টের উন্নতি কী করে করা যায় তা নিয়ে হয় আলোচনা। রাজ্য অলিম্পিক সংস্থা থেকে দায়িত্বপ্রাপ্ত মিনতি পাল বিভিন্ন জেলায় ঘুরে অত্যন্ত দক্ষতায় জেলা কমিটি গঠন করে চলছেন। জানা গেছে, ইতিমধ্যে ৭ জেলার কমিটি গঠন হয়ে গেছে।
2023-07-02