সি-ডিভিশন : ওরিয়েন্টালকে হারিয়ে সুপারের আশা জিইয়ে জম্পুইজলার

জম্পুইজলা-‌৪                                                                    ওরিয়েন্টাল ক্লাব-‌০

(‌দীপু-‌২,সুখদয়াল,কুংকাইমনি)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।দ্বিতীয় জয় পেলো জম্পুইজলা পি সি। আর ওই জয়ে আশায় থাকলো সুপারে যাওয়ার। তবে বেশ কিছু ‘‌কিন্তু-র’ উপর নির্ভর করবে জম্পুইজলার ভাগ্য। রবিবার নিজেদের চতুর্থ ম্যাচ বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবকে কার্যত বিধ্বস্ত করলো সুবোধ দেববর্মার জম্পুইজলা। ফলাফল ৪-‌০। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। অপরদিকে আত্মপ্রকাশে ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করলো বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব। আসরে ৫ ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় ও ১ টি ম্যাচে পযেন্ট ভাগ করলেও নবাগত ওই দলের বেশ কযেকজন ফুটবলার নজর কেড়ে নেন। সঠিক প্রশিক্ষণ পেলে ওই সব ফুটবলাররা আগামীদিনে ত্রিপুরার সম্পদ হয়ে উঠতে পারে আশা ফুটবল প্রেমীদের। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন জম্পুইজলার ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। দক্ষতায় তেমন হেরফের না থাকলেও শক্তি এবং গতিতে ওরিয়েন্টাল ক্লাবের ফুটবলারদের পেছনে ফেলে দিয়েছিলেন জম্পুইজলার ফুটবলাররা। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেললেও প্রথম গোল পেতে জম্পুইজলাকে অপেক্ষা করতে হয়েছে ৩১ মিনিট। প্রায় মাঝমাঠ থেকে একক দক্ষতায় বিপক্ষের বক্সে ঢুকে গোল করেন দীপু দেববর্মা। গোল পেতেই মাক্রমণের গতি আরও বাড়িয়ে দেন সুবোধ দেববর্মার ছেলেরা। ৫২ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন দীপু দেববর্মা। ৬৯ মিনিটে সুখদয়াল জমাতিয়া এবং ৭৪ মিনিটে ওরিয়েন্টাল ক্লাবের জালে শেষবার বল পাঠান কুইকাইমনি কলই। ব্যাবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েচিলো জম্পুইজলা। আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় তা হয়নি। রেফারি শিবজ্যোতি চক্রবর্তী লাল কার্ড দেখান বিজীত দলের সামাই জমাতিয়াকে। এছাড়া হলুদ কার্ড দেখান বিজয়ী দলের রবীন্দ্র দেববর্মাকে।  ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *