পাটনা, ১ জুলাই (হি.স.): সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি (সিটিইটি) প্রার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদকে ঘিরে উত্তাল হয়ে উঠল বিহারের রাজধানী পাটনা। শনিবার বিহার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক সিটিইটি প্রার্থীরা। পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে যায়। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়।
সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (সিটিইটি) প্রার্থীদের পাটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে ডিএসপি কোতোয়ালি, আইনশৃঙ্খলা, নুরুল হক বলেছেন, “বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে। তারা রাস্তায় নেমে যানজট সৃষ্টি করেছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা সম্পত্তির ক্ষতি করছে। এর জন্য তাদের জেলে যেতে হবে। পুলিশ তাদের নিয়ন্ত্রণে লাঠি ব্যবহার করেছে।”
2023-07-01