অমৃতকালে দেশের গ্রাম ও কৃষকদের সম্ভাবনা বৃদ্ধির ক্ষেত্রে সমবায় সেক্টরের ভূমিকা বিশাল হতে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): অমৃতকালের এই সময়ে দেশের গ্রাম ও দেশের কৃষকদের সম্ভাবনা বৃদ্ধির ক্ষেত্রে সমবায় সেক্টরের ভূমিকা বিশাল হতে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সরকার এবং সমবায় একসঙ্গে একটি উন্নত ভারত, একটি স্বনির্ভর ভারতের সংকল্পকে দ্বিগুণ শক্তি প্রদান করবে। শনিবার দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ১৭-তম ভারতীয় সমবায় মহা সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বর্তমানে বিশ্বে ভারতের পরিচয় ডিজিটাল লেনদেনের জন্য হয়, এক্ষেত্রে সমবায় সমিতি ও সমবায় ব্যাঙ্কের অগ্রণী ভূমিকা থাকতে হবে।
কৃষকদের স্বার্থে কেন্দ্রের বিভিন্ন খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সালের আগে, কৃষকরা প্রায়ই বলতেন তারা সরকারের কাছ থেকে খুব কম সাহায্য পায় এবং যা কিছু পাওয়া যায় তা মধ্যস্বত্বভোগীদের অ্যাকাউন্টে যায়। দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়ে গিয়েছে। অর্থাৎ, তখন সমগ্র দেশের কৃষি ব্যবস্থায় যত খরচ হয়েছে, তার অন্তত ৩ গুণ আমরা কিষাণ সম্মান নিধিতে ব্যয় করেছি। গত ৪ বছরে এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২.৫ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। এই পরিমাণ কত বড় তা আপনারা অনুমান করতে পারেন যে ২০১৪ সালের আগে পাঁচ বছরের জন্য মোট কৃষি বাজেট ৯০ হাজার কোটি টাকার কম ছিল।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন একটি ইউরিয়া ব্যাগের জন্য প্রায় ২৭০ টাকা দিচ্ছেন কৃষকরা। বাংলাদেশে একই ব্যাগের দাম ৭২০ টাকা, পাকিস্তানে ৮০০ টাকা, চীনে ২১০০ টাকা…গত ৯ বছরে, বিজেপি সরকার সার ভর্তুকিতে ১০ লক্ষ কোটি টাকারও বেশি খরচ করেছে। এটাই সবচেয়ে বড় গ্যারান্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *