আগরতলা, ৩০ জুন (হি.স.) : সাংসদ তহবিলের অর্থ থেকে যে সমস্ত উন্নয়ন মূলক কাজ সম্পূর্ন হয়েছে তা নিয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন প্রতিমা ভৌমিক বলেন, এই বৈঠকে গত ৪ বছরে সাংসদ তহবিলের অর্থ থেকে কি কি উন্নয়ন মূলক কাজ হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ৪ বছরের কি কি কাজ অসমাপ্ত রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, এদিনের বৈঠক মূলত চার বছরে যে সমস্ত কাজ হয়েছে সব কাজ গুলোর ইউসি জমা দিতে হবে কেন্দ্র সরকারের নিকট তা নিয়ে আলোচনা করা হয়েছে।