নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সমস্ত দেশবাসী বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈদ সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। ঈদ সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “ঈদ-উল-আজহার শুভেচ্ছা। এই দিনটি সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। ঈদ আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির চেতনাকেও সমুন্নত রাখুক। ঈদ মোবারক!” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

