মাথাভাঙ্গা, ২৮ জুন (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি গ্রামে সিপিএম প্রার্থীর বাড়ির উঠোন থেকে উদ্ধার হল সকেট বোমা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।
ওই সিপিএম প্রার্থীর অভিযোগ, তৃণমূলের তরফে বোমা ফেলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। স্থানীয় সিপিএম প্রার্থী কাউচার মিয়াঁ অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগেই তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। তারাই আজ বোমা রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিপিএম মাথাভাঙ্গা দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মকসেদুল ইসলাম বলেন, ‘ওই এলাকায় নিজেদের পরাজয় নিশ্চিত জেনে সিপিএম প্রার্থীকে ভয় দেখানোর পাশাপাশি এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।‘