হরিদ্বার, ২৮ জুন (হি. স.) : গাড়ি ও টেম্পো ( ছোটা হাতি)–র মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের সুলতানপুরের নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর অবস্থা দেখে চিকিৎসকরা আহতদের হরিদ্বারে রেফার করেছেন। ঘটনাটি ঘটেছে লাকসার কোতোয়ালি এলাকার সুলতানপুর এলাকার লাকসার হরিদ্বার রোডের জাসউদপুর কালভার্টের কাছে।
সুলতানপুরের বাসিন্দা জাফর বুধবার তার ছেলে সহ পাঁচজন শ্রমিক নিয়ে হরিদ্বারের দিকে কাজ করতে যাচ্ছিল। তিনি জাসউদপুর কালভার্টের কাছে পৌঁছানোর সাথে সাথে হরিদ্বার থেকে একটি টেম্পো তাকে সামনে থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে সুইফট কারটি উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়িতে বসা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সুলতানপুর চৌকিতে নিয়োজিত কনস্টেবল দেবেন্দ্র সিং এবং কনস্টেবল রাজবীর সিং ঘটনাস্থলে পৌঁছে আহত চালক শাহনওয়াজ (ছোট হাতি) ধানপুরার বাসিন্দা মেহবুব (ছোট হাতি), গাড়ির চালক প্রবেশ (জাফর), তাসিন, হাশিমকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা সকলের অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করেন। এ ব্যাপারে সুলতানপুর ফাঁড়ির ইনচার্জ মনোজ নওটিয়াল জানান, উভয় পক্ষের কোনও অভিযোগ আসেনি।